স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সাবরিনা জাহান। তিনি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাবরিনার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তার পিতার নাম হামিদুর রহমান। এ ঘটনার পর বেলা একটা থেকে দুটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অটোরিক্সা চাপায় ছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও শর্ট গানের গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধসহ দশ শিক্ষার্থী আহত হয়। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কাজলাগেট এলাকায় এ ঘটনা ঘটে।