স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেতের ডুমনি ইউপি চেয়ারম্যান মো. শরীফের বিরুদ্ধে গুলি করে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, প্রায় সপ্তা দু-এক আগে পারিবারিক কলহের জের ধরে অথবা অন্য কোনো কারণবশত স্ত্রীকে নিজস্ব ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি করেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পারিবারিক সদস্যদের সহায়তায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার নামে শরীফ চেয়ারম্যান তার স্ত্রীকে সিঙ্গাপুরে নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে তার স্ত্রীকে সিঙ্গাপুর পাঠান। কিন্তু উন্নত চিকিৎসার পরিবর্তে লাশ হয়ে ফিরতে হল তার স্ত্রীকে। শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।