মাথাভাঙ্গা মনিটর: চাচাতো ভাই রণবীর কাপুরের বিয়ের জন্য এখনই প্রস্তুতি নিচ্ছেন বোন কারিনা কাপুর খান। সম্প্রতি সেলিব্রিটি টক শো ‘কফি উইথ কারান’ এ অংশ নিয়ে বলিউডি নির্মাতা করনজোহরকে এ কথা বলেছেন কারিনা। ওপেন ম্যাগাজিন জানিয়েছে, জনপ্রিয় সেই অনুষ্ঠানে ভাই রণবীরের সাথে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন কারিনা। আর ভাইয়ের সাথে দুষ্টুমি করার এ সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন বেবো। কারিনা রণবীরকে বলেন, ‘তোমার বিয়ের জন্য আমি আমার লেহেঙ্গা তৈরি করে রেখেছি। আর ‘শিলা কি জাওয়ানি’, চিকনি চামেলি গানের সাথে নাচের তালিম নিচ্ছি। শিলা কি জাওয়ানি এবং চিকনি চামেলি গানগুলোর সাথে নাচের দৃশ্যে কে ছিলেন তা বলিউডপ্রেমীদের অজানা নয়। রণবীরের হবু বধূ হিসেবে কারিনা যে ক্যাটরিনাকে ইঙ্গিত করছিলেন, তা বুঝতে বাকি নেই কারও। মিডিয়ার সামনে যদিও নিজেরদের প্রেমের ব্যাপারে মুখ খুলছেন না ক্যাট-রণবীর, কিন্তু কারিনার এ প্রস্তুতি নেয়ার কথায় তাদের সম্পর্ক নিয়ে পরিবারের সদস্যদের আপত্তি নেই- এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।