স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধূরী। এ সময় তিনি দরিদ্র দুস্থ শীতার্তদের পাশে ধনীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে শীতবস্ত্র বিতরণের জন্য পূর্ব থেকেই পুলিশ লাইনে দুস্থ পরিবারের নারী-পুরুষ ও অসহায় শিশুদের জড়ো করা হয়। সন্ধ্যায় পুলিশ সুপার তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ইব্রাহিম, ওসি (তদন্ত) ফারুক হোসেন, আরআই শাহাবুদ্দিনসহ পুলিশ অফিসারবৃন্দ।