দামুড়হুদা মজলিশপুরের বৃদ্ধা নিহত : বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ
ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে ভালাইপুর কবরস্থানের পাশে গতকাল বাসের ধাক্কায় দামুড়হুদা মজলিশপুরের বৃদ্ধা নিছারন বিবি ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে।
জানা গেছে, দামুড়হুদার মজলিশপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের স্ত্রী নিছারন বিবি (৭৫) ছেলে রুকমানের ভালাইপুরস্থ বাড়িতে যাচ্ছিলেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভালাইপুর কবরস্থানের পাশে পৌঁছুলে মেহেরপুর থেকে ছেড়ে আসা হাজি রাজিয়া নামের লোকাল বাস (মেহেরপুর-জ-০০১৩) তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বৃদ্ধ নিছারন বিবির মৃত্যু হয়। ড্রাইভার শরিফউদ্দিন লেটফাইন বাঁচাতে বেপরোয়া গতিতে বাসটি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে অনেকেই জানিয়েছে।
বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক অবরোধ করে। প্রায় দু ঘণ্টা পর চুয়াডাঙ্গা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে বিক্ষুব্ধ জনগণের কিছু দাবি মেনে নেয়ায় তারা সড়ক অবরোধ তুলে নেয়।
বৃদ্ধা নিছারন বিবির ছেলে-মেয়েদের সাথে সংশ্লিষ্ট বাসমালিকের আপস-মীমাংসা হলে থানা পুলিশের সাথে আলোচনার পর গতকালই বাদজুম্মা জানাজা শেষে মজলিশপুর কবরস্থানে বৃদ্ধার লাশ দাফন সম্পন্ন হয়।