খালেদা জিয়ার সাথে কাজী জাফরের বৈঠক

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টি (জাপা) থেকে সদ্য বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাজী জাফরের সাথে ছিলেন সদ্য পদত্যাগ করা জাপার প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান যুক্তিবাদী, মাহমুদুল হাসান, গোলাম হাবীব দুলাল, আলী রেজাসহ জাপার ১৫ নেতা এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে কাজী জাফর আহমেদ বলেছেন, পুনর্গঠিত জাতীয় পার্টির (জাপা) তিনিই চেয়ারম্যান। গোলাম মশিকে মহাসচিব করা হয়েছে। বিরোধীদলীয় নেতার সাথে বৈঠককালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পুনর্গঠিত জাপা নিয়ে ১৮ দলীয় জোটের আন্দোলনে শরিক হবেন বলেও জানান কাজী জাফর।