মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে তারমিয়া শহরের কাছে খুঁজে পাওয়া গেছে অপহৃত ১৮ জনের লাশ। নিহতদের মধ্যে অন্তত একজন সেনা কর্মকর্তা আছেন। লাশগুলোর মাথায় রয়েছে গুলির চিহ্ন। সামরিক বাহিনীর পোশাক পরিহিত কয়েকজন গতকাল শুক্রবার সকালের দিকে এদেরকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি। ইরাকে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের কায়দায় মানুষ হত্যার ঘটনা বেড়েছে। শুক্রবার নিহতদের মধ্যে একজন আদিবাসী নেতা এবং একজন পুলিশ কর্মকর্তারও রয়েছে। জাতিসংঘের হিসাবমতে, ইরানে অক্টোবরে সহিংস হামলায় ১৫৮ পুলিশ এবং ১২৭ জন সামরিক কর্মকর্তাসহ ৯৭৯ জন নিহত হয়েছে। আর জানুয়ারি থেকে নিহত হয়েছে ৬ হাজার ৫শ বেসামরিক নাগরিক। ২০০৮ সালের পর থেকে ইরাকে বছরে নিহতের সংখ্যা এটিই সর্বোচ্চ।