অস্ত্রের মুখে দু বাড়িতে লুটপাট : ৩টি বোমার বিস্ফোরণ
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের বলিয়ারপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে ডাকাতরা গ্রামের দু সহোদরের বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা পর পর তিনটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামসূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের দাসপাড়ার হোসেন আলীর ছেলে মেঘু ও হামিদুল ইসলামের বাড়িতে গতরাত পৌনে ১২টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত হানা দেয়। তারা কৌশলে বাড়ির ভেতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে রাখে। কারো কারো হাত-মুখ বেধে ফেলে ডাকাতরা। এরপর তারা কেউ কেউ ঘরে ঢুকে লুটপাট শুরু করে। ডাকাতরা দু বাড়ি থেকে নগদ ৩৫ হাজার টাকা ও পাঁচ ভরি ওজনের সোনার গয়না লুট করে। এ সময় ডাকাতরা বাড়ির অন্যান্য মালামাল তছনছ করে। বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীরা টের পেয়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। অবস্থা বেগতিক বুঝে ডাকাতরা গ্রামবাসীর ওপর তিনটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। ঘটনার সময় গ্রামবাসী আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছত্রভঙ্গ হয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়।