স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লাকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশনা উপেক্ষা করে মনোনয়নপত্র কেনায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা বিএনপির পক্ষে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলীয় নির্দেশনা উপেক্ষা করে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুষ্টিয়া-১ আসনের মনোনয়নপত্র কেনার মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে হাবলুকে বহিষ্কার করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোট যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক তখন দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে হাবলু মোল্লা বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। এ কারণে উপজেলা বিএনপির জরুরি সভায় তাকে বিএনপির সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।