মাথাভাঙ্গা মনিটর: ইংলিশ ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা (এনসিএ)। আটককৃতদের মধ্যে দেশটির তিন ফুটবলারও রয়েছেন। তবে তারা পেশাদার পর্যায়ের কোনো ক্লাবের খেলোয়াড় না বলে নিশ্চিত করেছে সংবাদসংস্থা বিবিসি। এনসিএ জানিয়েছে, বৃটেনজুড়ে চালানো এ গ্রেফতার অভিযানের মূল লক্ষ্য ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পাতানো সিন্ডিকেটের সন্দেহভাজনদের পাকড়াও করা। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন এ ৬ সদস্যকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের খাতির এরচেয়ে বেশি কিছু তারা বলতে চায়নি। সংঘবদ্ধ ও গুরুতর অপরাধের তদন্ত ও ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে চলতি বছর এনসিএ গঠন করে বৃটিশ সরকার। সংস্থাটি বর্তমানে দেশটির জুয়া নিয়ন্ত্রণ কমিশন ও ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আমরা সংস্থাটির (এনসিএ) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি। কিন্তু তদন্ত চলায় এ ব্যপারে এফএ এখন কোনো মন্তব্য করবে না।