পদ্মবিলা প্রতিনিধি: সরোজগঞ্জ থেকে কাঁচামাল নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে আলমসাধু হারিয়েছে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের রায়হান। গত বুধবার রাত ১১টার দিকে ফরিদপুরের মধুখালীর অদূরে ছিনতাইকারীরা আলমসাধুটি ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন রায়হান।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের নবীননগর গ্রামের ফুলমিয়া ডিঙ্গেদহের আলমসাধু চালক রায়হানের আলমসাধুযোগে ফুলকপি ও কাঁচামরিচ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন। মধুখালী পৌঁছুলে ১০/১২ জনের একদল ছিনতাইকারী আলমসাধু থামিয়ে চালকসহ তিনজনকে গাছের সাথে বেঁধে আলমসাধু ছিনিয়ে নেয়। ফুলকপি ও কাঁচামরিচ কেটে তছরুপ করে। ফুলমিয়া বলেছেন, তার কাঁচামরিচ ও ফুলকপির মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আলমসাধু চালক রায়হান জানান তার আলমসাধুর দাম ৮০ হাজার টাকার কম নয়।