ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনকে (৫৫) কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আমজাদ হোসেন রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর থেকে শহরের ক্যাম্পপাড়ার বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছানোর সাথে সাথে ওত পেতে থাকা ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় হৃদয় (১৩) নামে এক শিশু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক সাইদুল করিম মিন্টু এ ঘটনায় দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।