স্টাফ রিপোর্টার: নির্বাচনের মনোনয়নপত্র জমার জন্য আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার জন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সব ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি।