মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে উতরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা। রাজধানী ব্যাংককের রাজপথে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। বিরোধীদল ডেমোক্র্যাটপার্টি ক্ষমতাসীন ফিউ থাই পার্টির বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব এনেছিলো। কিন্তু; অনেকটা নিরঙ্কুশ ব্যবধানেই সে ভোটে উতরে যায় ইংলাকের দল। ২০১০ সালের সহিংসতার পর এবারই সবচেয়ে বড় ধরনের আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে ইংলাকের সরকার। জাতিসংঘ মহাসচিব বান কি মুন থাইল্যান্ডে চলমান উত্তেজনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তেজনা প্রশমণে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। গত রোববার ব্যাংককে বিক্ষোভ শুরু হয়। তখন থেকেই সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে আন্দোলনকারীরা। এদিকে অনাস্থা ভোটের আগে পার্লামেন্ট ভাঙতে দেবেন না বলে মন্তব্য করেছিলেন ইংলাক। বর্তমান পার্লামেন্টেই বিরোধীদল ও সরকারবিরোধী আন্দোলনকারীদের ইস্যুগুলো নিয়ে আলোচনায় বসে সঙ্কট নিরসনের চেষ্টার কথা বলেছিলেন তিনি।