স্টাফ রিপোর্টার: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের এসএসসি ও সমমান (মাধ্যমিক ও দাখিল) পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। গতকাল বুধবার পরীক্ষার এ সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওহিদুজ্জামান এ কথা জানান। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে সময়টা কয়েক দিন পেছানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানান।