স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে আওয়ামী লীগের ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। গতকাল বুধবার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভার প্রথম পর্ব শেষে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে।
মৃণাল কান্তি বলেন, গতকাল বুধবার প্রথম পর্বে আমরা রংপুর বিভাগ দেখেছি। বিকেলে হয়তো রাজশাহী বিভাগ দেখা হবে। প্রথমিকভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে। তবে ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্তু করতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে। এরআগে দলের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদীয় বোর্ডের সদস্য ড. আলাউদ্দিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।