মাথাভাঙ্গা মনিটর: প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা একসময় অনেকের নজর কাড়লেও, সংসার বাঁচাতে এখন প্রিয়াঙ্কাকে এড়িয়ে চলছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। ‘ডন টু’ সিনেমার পর থেকে বাড়াবাড়ি রকমের ঘনিষ্ঠতা দেখা যায় প্রিয়াঙ্কা আর শাহরুখের মধ্যে। তাদের এ অন্তরঙ্গতা যেমন পছন্দ হয়নি শাহরুখের স্ত্রী গৌরির, তেমনি বাধ সেধেছিলেন পারিবারিক বন্ধু কারান জোহর। নিজের সংসার আর বন্ধুত্ব বাঁচাতে এরপর থেকে প্রিয়াঙ্কাকে এড়িয়ে চলছেন শাহরুখ। বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে একই সময়ে হাজির হন শাহরুখ এবং প্রিয়াঙ্কা। কিন্তু দুজনের যেন দেখা হয়ে না যায় তাই একে অপরকে এড়িয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন তারা। ‘ডন টু’ মুক্তি পাওয়ার পর শাহরুখকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা। টুইটটি দেখে ক্ষুব্ধ হন গৌরি, আর তাই কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। এমনকি এটাও শোনা গিয়েছিলো, শাহরুখের সাথে অন্তরঙ্গতার কারণে প্রিয়াঙ্কাকে নিয়ে কোনো সিনেমায় কাজ করতে রাজি নন গৌরির ঘনিষ্ঠ বন্ধু কারান জোহর। অবশেষে সকলের মঙ্গলের কথা ভেবে একে অপরকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন শাহরুখ-প্রিয়াঙ্কা।