দক্ষিণ আফ্রিকাকে ১ রানে হারিয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত
মাথাভাঙ্গা মনিটর: সংযুক্ত আরব আমিরাতে হোমসিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্য হাতে শেষ করতে হয়েছিলো পাকিস্তানকে। কিন্তু প্রোটিয়াদের মাঠে সেই লজ্জা কাটিয়ে উঠে আগেভাগেই সফল হলো পাকিস্তান। টি-টয়েন্টিতে সমতায় শেষ করে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজ এক ম্যাচে হাতে রেখেই জিতলো মিসবাহ উল হকের দল। গতাল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়ে সফরকারীরা। পাকিস্তান ২৬২/১০ (৪৫/৪৫ ওভার) দক্ষিণ অফ্রিকা ২৬১/৬ (৪৫/৪৫ ওভার। ফল পাকিস্তান ১ রানে জয়ী।