মাথাভাঙ্গা মনিটর: দুর্ভাগ্য পিছুই ছাড়ছে না আব্দুল রাজ্জাকের। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েও চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। সেই দুঃখ কাটতে না-কাটতেই বৈষয়িক ক্ষতির শিকার হলেন তিনি। দিনে-দুপুরে নিজ বাড়িতে ডাকাত পড়ে সোনাদানা, টাকা-পয়সা তো হারিয়েছেনই, পাসপোর্টটাও হারিয়ে এ মুহূর্তে বেশ বিপাকে রাজ্জাক। এমন পরিস্থিতিতে যা হয় আর কি, ঘটনার আকস্মিকতায় বেশ বিমূঢ় ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। নিজের বাড়িতে এমন ঘটনা ঘটায় এ মুহূর্তে বেশ আতঙ্কেই দিন কাটছে তার। হকচকিত রাজ্জাক ব্যাপারটি পুলিশে জানালেও তার লুট হয়ে যাওয়া টাকা-পয়সা আর স্বর্ণালঙ্কার ফিরে পাওয়া নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তিনি।