জামায়াত নেতা হত্যায় আজ যশোরে সকাল-সন্ধ্যা হরতাল

 

স্টাফ রিপোর্টার: জামায়াত নেতা হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য, বুধবার রাত পৌনে ৮টায় যশোর উপশহর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি বুলবুল আহমেদকে (৩২) বাসায় ঢুকে মাথায় গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতারা। স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টায় কয়েকজন সন্ত্রাসী উপশহরের ট্রাকস্ট্যান্ড এলাকায় বুলবুলের বাসায় ঢুকে তার মাথায় গুলি করে। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।