মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়ে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র। রাজধানী বাগদাদের পশ্চিমে রামাদিতে একটি পুলিশ স্টেশনে চার আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হয় ৪ পুলিশ, আহত হয় ১৫ জন। রামাদির উত্তরে আরেকটি পুলিশ স্টেশনে হামলায় নিহত হয় আরো ৪ জন কর্মকর্তা, আহত হয় ৭ জন। পশ্চিমাঞ্চলীয় কাইম শহরের একটি সেনা টহল এলাকায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় এক সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, বাগদাদের উত্তরপশ্চিমে হুরিয়া শিয়া এলাকায় বন্দুকধারীদের গুলিতে একটি সুন্নি পরিবারের ৫ জন নিহত হয়েছে। আরেকটি শিয়া এলাকা বায়া’য় বন্দুকধারীরা একটি বাসটার্মিনালে হামলা চালালে একজন নিহত এবং তিনজন আহত হয়। বাগদাদের দক্ষিণে সুন্নি এলাকা দৌরায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। উত্তরে শিয়া তালবিয়া এলাকায় একইরকম বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো একজন। অন্যদিকে, বাগদাদের দক্ষিণে জুব্বর এলাকায় মর্টারের গোলায় নিহত হয়েছে ২ জন। বুধবারের এ সমস্ত হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ইরাকে গত পাঁচবছর ধরে ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে চলেছে। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন হামলায় এ পর্যন্ত হাজারো ইরাকি নিহত হয়েছে। এসব হামলার কোনো কোনোটির দায় স্বীকার করেছে আল কায়েদা। ২০১১ সালের ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী ক্রমাগত সহিসংতা মোবাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে।