ইবির ভর্তি পরীক্ষা স্থগিত

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় উপচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষার ইউনিট সমন্বয়কারীদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরিসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে উপচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, “ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরীক্ষা সংক্রান্ত কিছু কাজ সম্পন্ন না হওয়ায় ইউনিট সমন্বয়কারীদের সাথে  আলোচনা করে পরীক্ষা স্থগিত করেছি। পরিবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় পত্রিকার মাধ্যমে জানানো হবে। উল্লেখ, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভর্তিপরীক্ষার তারিখ থাকলেও একই কারনে স্থগিত করা হয়।