স্টাফ রিপোর্টার: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গাইলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তারিন। রাজকন্যার সাথে উদাসীন কবির প্রেম নিয়ে নির্মিত গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান আর সুর করেছেন আলী আকবর রুপু। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এটির চিত্রায়ণেও অংশ নিয়েছেন চঞ্চল ও তারিন। এ প্রসঙ্গে চঞ্চল জানিয়েছেন, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ‘ইত্যাদি’ অনুষ্ঠানে অংশ নিলাম। এবারের পর্বে তারিন ও আমি একটি মৌলিক গান করেছি। দারুণ অভিজ্ঞতা। সংকেতদার (হানিফ সংকেত) পারফেকশন ও ধৈর্য খুবই আশ্চর্যের বিষয়। আর ইত্যাদির বিষয়বস্তু ও দর্শন তো অতুলনীয়! তারিন ও চঞ্চল চৌধুরীর গানটির চিত্রায়ণ করা হয়েছে মির্জাপুরের মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে।