স্টাফ রিপোর্টার: বগুড়া, ফেনী ও চুয়াডাঙ্গায় নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। গত সোমবার গভীররাতে কে বা কারা এ আগুন দেয়। তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত দেড়টার দিকে ৭-৮ জন অজ্ঞাত পরিচয় যুবক নির্বাচন কার্যালয়ের সামনে যায়। কার্যালয়ের বারান্দার বাতি বন্ধ করে তারা দরজায় আগুন ধরিয়ে চলে যায়। তবে, কিছুক্ষণ জ্বলার পর এমনিতেই আগুন নিভে যায়। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, আগুনে কার্যালয়ের দরজা, দরজার পর্দা ও মেঝের ম্যাট পুড়ে গেছে। নিরাপত্তার বিষয়ে সদর থানায় চিঠি দেয়ার পরও পুলিশি নিরাপত্তা পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহীম জানান, নির্বাচন কার্যালয়ে তেমন বড়ধরণের কোনো ঘটনা ঘটেনি। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে নির্বাচন কমিশনের সচিব মহোদয় খোঁজখবর নিয়েছেন। তাকে বিষয়টি অবগত করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে একদল দুর্বৃত্ত বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা ভবনটির নিচতলায় অবস্থিত উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের মারপিট করে। একই সাথে তারা পেট্রোল ঢেলে অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের জরুরি নথিপত্র ও বিতরণ করা হয়নি এমন বেশকিছু সংখ্যক ভোটার আইডি কার্ডসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
অপরদিকে অবরোধকারীরা সোমবার গভীর রাতে ফেনী সদর উপজেলা নির্বাচন অফিসে দরজা ভেঙে পেট্রোল দিয়ে মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, অফিসের দুটি রুমে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।