জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের মুম্বাইয়ে পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় সোমবার স্কুলছাত্রীর নানা ফারুক হোসেন অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে।
অভিযোগে জানা গেছে, মহেশপুর উপজেলার মহর আলী ও তার স্ত্রীর মৃত্যুর পর মেয়ে রিতা খাতুনকে (১৫) তার নানা উপজেলার মনোহরপুর গ্রামের ফারুক হোসেন নিয়ে আসেন। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত তুজো বুড়োর ছেলে জীবন এবং বাঁকা গ্রামের চাঁদ আলীর ছেলে জাহাঙ্গীর চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের মুম্বাই শহরে পাচার করে দিয়েছে বলে অভিযোগ। প্রতারকচক্র গত ১৪ নভেম্বর স্কুল থেকে রিতাকে কৌশলে নিয়ে যাওয়ার পর তার পরিবার খোঁজ শুরু করে। অবশেষে সোমবার তারা পাচারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় জীবন ও জাহাঙ্গীরকে আসামি করে নানা ফারুক হোসেন একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি আব্দুর রকিব খান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।