স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার দুটি নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি স্থানে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক পত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী রিটানিং অফিসারের কার্যালয় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। চুয়াডাঙ্গা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী রিটানিং অফিসারের কার্যালয় দামুড়হুদা, জীবননগর ও সহকারী কমিশনার (ভুমি) চুয়াডাঙ্গা সদর কার্যালয়।
আগামী ২ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লেখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৫-৬ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।