দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিকের বদলি হয়েছে। তার স্থলে যোগদান করেছেন কৃষিবিদ মো. আজিজুর রহমান। সংশ্লিষ্ট বিভাগ থেকে আকস্মিকভাবে সুদর্শন মল্লিককে বদলি করে কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ মো. আজিজুর রহমান বদলি হয়ে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি এ মিলটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সকল আখচাষি, শ্রমিক-কর্মচারি, কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।