মুন্সিগঞ্জ প্রতিনিধি : সারাদেশে ১৮ দলের ডাকা অবরোধে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পানব্যাপারীদের ৪টি ট্রাকে প্রায় ১শ পানের বাণ্ডিল ফেরত এসেছে। কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে পানব্যপারীদের। শুধু পান নয়, কাঁচামাল ব্যবসায়ীদেরও একই দশা। কফিচাষিদেরও ব্যাপক ক্ষতি গুনতে হচ্ছে।
জানা গেছে, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার সাথে সাথে বাংলাদেশে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে। বাদ যায়নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকার পানব্যবসায়ীরাও। গতকাল দুপুরের চুয়াডাঙ্গার জেলা সদরের নীলমনিগঞ্জ পানবাজার থেকে ৪টি ট্রাকে করে প্রায় ১শ বান্ডিল পান নিয়ে দেশে বিভিন্ন অঞ্চলে যাত্রা শুরু করে। কুষ্টিয়া লালন সেতুর কাছে গেলে ট্রাকের ভাঙচুর চালায় পিকেটারেরা। উপায় না পেয়ে পান বোঝাই ট্রাকগুলো মুন্সিগঞ্জ পশুহাটে ফিরে আসে। এ ব্যাপারে পানব্যবসায়ী মহন, মজনু, সাজিল, আমিরুল, সুয়ান, মামুন, শঙ্কর, মতিয়ার, সিদ্দিক, আসলাম বিশ্বজিতসহ অনেকে জানান, বাজারের প্রায় ১শ পানের বান্ডিল ফেরত এসেছে। লোকসান প্রায় কোটি টাকার মতো। অনেক ছোট পানব্যবাসায়ীরা পথে বসে গেছেন। তারা কোথাও শান্তনা খুঁজে পাচ্ছেন না।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ পান হাটে কোনো প্রকার পান বেচাকেনা হয়নি। অল্প যা বিক্রি হয়েছে পানচাষিদের কাছ থেকে একেবারে মাংনা দরে কিনেছে পানব্যবসায়ীরা। পান হাটে প্রায় ৫শ শ্রমিক কাজ করে তারাও কাজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।