আলমডাঙ্গার বলেশ্বরপুর যুবলীগের অফিস ভাঙচুর মামলার আসামি আইলহাঁস ইউপি চেয়ারম্যানের সহোদর বিএনপি নেতা মুকুল গ্রেফতার

 

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর বাজারস্থ আইলহাঁস ইউনিয়ন যুবলীগের অফিস ভাঙচুর মামলার আসামি স্থানীয় বিএনপি একাংশের নেতা মুকুল উদ্দিন বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে পার্শ্ববর্তী মধুপুর গ্রামের একটি মাঠ থেকে মুকুলকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বলেশ্বরপুর বাজারস্থ আইলহাঁস ইউনিয়ন যুবলীগের অফিস বিএনপি কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ব্যাপারে বিএনপির ৮ জনকে চি‎‎হ্নিত করে অজ্ঞাত মোট ২০জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়। এ মামলায় ইতঃপূর্বে বিএনপির সুজন নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ মামলার ৭নং আসামি বলেশ্বরপুর গ্রামের বিএনপির নেতা মুকুলকে গতকাল পুলিশ গ্রেফতার করে। ঘোলদাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই লিয়াকত গতকাল বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী মধুপুর গ্রামের একটি মাঠের ভিতর থেকে বেলা ২টার দিকে আলমডাঙ্গা থানার এসআই আনিস ও ঘোলদাড়ী পুলিশ ফাঁড়ি যৌথভাবে অভিযান চালিয়ে বিএনপি নেতা মুকুলকে গ্রেফতার করে।