মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে এ প্রশিক্ষণে এলাকার ২০ জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করছে। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিঙের ওপরে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্রীড়া অফিসের কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা।