জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী অপশক্তি রুখতে হবে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আনিছুর রহমান মল্লিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে নিয়ে সংঘাত চলছে। গণতন্ত্র রক্ষা হবে কি-না, তা নির্ভর করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়-পরাজয়ের ওপর।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সাফল্য কম নয়। বর্তমানে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়। খাদ্যে দেশ আজ স্বয়ং সম্পূর্ণ। শিক্ষা ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে অনেক। জিডিপির ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে। এ অবস্থায় দেশি-বিদেশি চক্রান্ত চলছে। অর্থনৈতিক উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করছে। দেশকে পেছনের দিকে ঠেলে দেয়ার চক্রান্তে মেতে রয়েছে চিহ্নিত অপশক্তি। সাধারণ জনগণকে সাথে নিয়ে এ অপশক্তিকে রুখতে হবে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ মজনুর রহমান। বর্ধিত সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের ওয়ার্কার্স পাটির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম শেখ এবং মেহেরপুর-২ আসনে জালাল উদ্দীনকে নির্বাচিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সভায় বক্তব্যরাখেন আলাউদ্দীন ওমরসহ জেলা নেতৃবৃন্দ।