মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধুমপান করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৩ ধুমপায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আজিবারের ছেলে মো. কুদ্দুস (৪৮), কোদালকাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাসানুজ্জামান (৩৩) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (৩১) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধুমপান করছিলো। ওই সময় নির্বাহী মাজিস্ট্রেট তাদের প্রত্যেককে একশ’ টাকা করে জরিমানা আদায় করেন।