খবর: (দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ সমিতির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মাতের অভিযোগ)
টাকা দেখে মাটির পুতুল
লম্বা লাকান হা করে,
পাওনা টাকা চাইতে গেলে
চুলকিয়ে বেশ ঘা করে।
টাকার খায়েশ সব মানুষের
টাকা পেলেই আপন করে,
টাকার সাথে অনেক মানুষ
আনন্দে দিনযাপন করে।
কারোর কাছে সোনার হরিণ
অনেক টাকা ঘর করে,
এই টাকা খবু হারামজাদা
আপন মানুষ পর করে।
_আহাদ আলী মোল্লা