ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় বিশেষ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম এ অভিযান পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে কার্যক্রম পরিচালনা করায় কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের ছাবা ব্রিকস ও রাখালগাছী ইউনিয়নের কোহিনুর ব্রিকসের কার্যক্রম স¤পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় তত্ত্বিপুরের মডার্ন ব্রিকস ও বলাকান্দর গ্রামের মেসার্স মধু ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক ইটভাটা মালিক গা ঢাকা দেন।