জীবননগর ব্যুরো: জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি এবং নিয়ম না মেয়ে ওষুধ ব্যবসা পরিচালনা করায় ২টি বেকারি, একটি ওষুধের দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান গতকাল বিকেলে শহরের আরিফ ফুড ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি দ্রব্যাদি উৎপাদন ও বিক্রির দায়ে এর মালিক আব্দুল হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত থানা রোডে অবস্থিত রাণী বেকারিতে অভিযান পরিচালনা করেন। এ বেকারিতেও একই রকম দৃশ্য দেখতে পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মালিক পঙ্খি মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল সড়কে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আদালত ডায়গনস্টিকের মালিক সামসুজ্জামান ডাবলুকে ৮ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন অবস্থায় ওষুধ ব্যবসা পরিচালনা করায় জয়ীতা ফার্মেসির মালিক এআরএম জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে সাজা থেকে নিজেদেরকে মুক্ত করেন।