মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ শহরের পৌরসভা এলাকার সামনে থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকার সোমবার বিকেলে শহরের পৌরসভার সামনের এলাকায় অবস্থানকালে সন্দেহভাজন ৩ যুবককে আটক করে থানায় নিয়েছেন মেহেরপুর সদর থানা পুলিশের ওসি রিয়াজুল ইসলাম। আটককৃত যুবকরা হলো- মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদ হাসান এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুর রহমান ও একই গ্রামের আক্কাচ আলীর ছেলে রহমতউল্লাহ। মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই সায়েম বলেন, তারা জামায়াত-শিবির কি-না যাচাইবাছাই করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।