স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে আবারও গাছ ফেলে ডাকাতি হয়েছে। গতরাত ১২টার দিকে ডাকবাংলা-বৈডাঙ্গার মধ্যবর্তী স্থানে একদল ডাকাত গাছ ফেলে ডাকাতি শুরু করে। দুটি পিকআপ চালক ও আরোহী ডাকাতির শিকার হলেও একই সময়ে চুয়াডাঙ্গামুখি রয়েল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রাক অল্পের জন্য রক্ষা পেয়েছে।
জানা গেছে, ত্রিমহনীর অদূরে সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতি শুরু করে। দুটি পিকআপ ডাকাতদলের বেরিকেডে আটকে পড়ে। চালক ও আরোহীদের নিকট থেকে নগদ টাকা ডাকাতি করে নেয়। গ্লাসও ভেঙে দেয় ডাকাতদল। একই সময়ে ঝিনাইদহ থেকে রয়েল এক্সপ্রেস, মেহেরপুর ডিলাক্স ও এসএম পরিবহনসহ কয়েকটি ট্রাক একই স্থানের দিকে ছুটছিলো। ভাগ্যিস ডাকাতির খবর পেয়ে পুলিশ কোচ ও ট্রাকগুলো পৌঁছুনোর আগেই সেখানে পৌঁছায়। ডাকাতদল সটকে পড়ে। রয়েল এক্সপ্রেসের সুপারভাইজারসহ যাত্রীরা পুলিশি সহযোগিতায় সড়ক থেকে গাছ সরিয়ে রওনা হয়।
এর আগে দিন ১৫ আগে একই সড়কের হলিধানীর অদূরে ডাকাতদল সড়কে গাছ ফেলে ডাকাতি শুরু করে। শ্যামলীর চালকের দক্ষতায় বেরিকেড দেয়া ডাকাতদল ব্যর্থ হয়।