গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের পিতা জুলহাস মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে মিনাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে গ্রামেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাতিজা সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্মসম্পাদক মজিরুল ইসলাম প্রমুখ।