ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গা জাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাতেম ওরফে জাহিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল সোমবার বেলা ২টায় তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকালই তার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী জাহিদ গতকাল ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতা’র টাকা তুলে বাড়ি ফিরছিলেন। খেজুরতলা ব্রিজের নিকট এলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পারিবারিকসূত্রে জানা যায়, জাহিদ দীর্ঘদিন প্যারালাইসিস রোগে ভুগছিলেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সন্ধ্যায় তার লাশ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় মরহুমের সহ-মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।