স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থানের কোনো আশঙ্কা দেখছেন না প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। কোলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের সুশীল সমাজের একটি অংশ ক্ষমতা চায়। তারা আশা করে, এ বিষয়ে সেনাবাহিনী তাদের সমর্থন করবে। তবে বাঙালি জাতি তেমন কোনো পরিস্থিতি মেনে নেবে না বলেই মনে করেন জয়। দিব্যদীপ পুরোহিতকে দেয়া জয়ের ওই সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রকাশ করেছে টেলিগ্রাফ। প্রশ্ন: আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে সেনা হস্তক্ষেপের শঙ্কা থেকে গুঞ্জন তৈরি হয়েছে। বাংলাদেশে ১৯৭৫ থেকে ৯০ সাল পর্যন্ত সেনাশাসন চলেছে। ২০০৭ ও ২০০৮ সালেও একটি সেনাসমর্থিত অনির্বাচিত সরকার বাংলাদেশে শাসন করেছে। জয়: আমাদের এখানে সুশীল সমাজের একটি অংশ ক্ষমতা চায়। কিন্তু তাদের কেউ কখনো নির্বাচনে জিততে পারেনি। যেহেতু একমাত্র সেনা সমর্থনেই তাদের ক্ষমতায় আসার পথ তৈরি হতে পারে, সেহেতু তারা সামরিক হস্তক্ষেপের কথা বলে। তবে আমি আপনাকে বলে দিতে পারি, বাংলাদেশের মানুষ এটা মানবে না। আমাদের সরকার এতোটাই সাফল্য দেখিয়েছে যে মানুষ একটি নির্বাচিত ও বৈধ সরকারের ওপরে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করবে না, যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনাকে একটি অভ্যুত্থানের জন্য প্রয়োজনীয় উপদানাগুলোও খুঁজে দেখতে হবে। এ মুহূর্তে এমন কোনো জেনারেল বা সেনা কর্মকর্তা নেই, যার অভ্যুত্থানের খায়েশ থাকতে পারে।