সমঝোতার অপেক্ষায় নির্বাচন কমিশন

 

স্টাফ রিপোর্টার: সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক সমঝোতার জন্য এখনো অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, সারা দেশবাসী, আমরা এবং আপনারা (সাংবাদিকরা) রাজনৈতি সঙ্কট সমাধানের দিকে তাকিয়ে আছে। সকলের আশা একটি সমাধান হোক। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় সিইসি জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে তফশিল দিয়ে নির্বাচন হবে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ সোমবারের বৈঠকে তফশিলের সিদ্ধান্ত হবে কি-না জানতে চাইলে সিইসি বলেন, কালও হতে পারে পরেও হতে পারে এখন তা বলা যাচ্ছে না। যথা সময়ে জানানো হবে।