মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ২টি রিকশা প্রদান করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক উপস্থিত থেকে রিকশা ২টি প্রদান করেন। চুয়াডাঙ্গা কেদারগঞ্জের অ্যান্ডবিপাড়ার মৃত খবির উদ্দীনের ছেলে হোসেন আলী ও চুয়াডাঙ্গা নূরনগর কলোনিপাড়ার ৮নং ওয়ার্ডের মো. ইস্রাফিল আলীর ছেলে মিঠুকে অনুদান হিসেবে রিকশা ২টি সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সিনিয়র সভাপতি মো. শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুর“ল আলম মালিক লার্জ, পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নির্বাহী সদস্য মো. আনিসুজ্জামান প্রমুখ। এ সমিতি চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থদের মাঝে এ পর্যন্ত ১০টি রিকশা প্রদান করলো। -বিজ্ঞপ্তি।