স্টাফ রিপোর্টার: ইদানিং অনেক পরিবর্তন এসেছে অভিনেত্রী অপি করিমের জীবনধারায়। টানা শুটিং, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি শশব্যস্ত অপির জীবন এখন অনেকটাই বদলে গেছে। আড়াই বছর আগেও অপিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটতে হতো নাটকের শুটিংয়ে। আবার কখনো কখনো শুটিংয়ের ফাঁকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া। পাশাপাশি ছিলো টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া। কিন্তু অপির জীবনযাপন এখন বদলে গেছে। শুটিঙের ঝামেলা এখন আর নেই বললেই চলে। বলা যায় পুরোপুরিই বদলে গেছে অপির জীবনধারা। জার্মানি থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরার পর অপি করিমের বদলের চিত্রটা ইদানিং বেশ ভালোভাবেই পরিলক্ষিত হচ্ছে। আর বদলে যাওয়ার মূল কারণটা হচ্ছে অভিনয়ের পরিবর্তে শিক্ষকতা নিয়ে ব্যস্ততা।
আগের মতো এখন আর শুটিং করা হয় না। সকালবেলা উঠেই ছুটতে হয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে। অভিনয়জীবনের ব্যস্ত সময়ের শূন্যতা কেমন অনুভব করেন- জানতে চাইলে অপি বলেন, অভিনয়ের কারণে নতুন নতুন কিছু গল্প পড়া হতো। শিক্ষকতা পেশার ব্যস্ততার কারণে এখন আর তা হয় না। বলা যায়, পড়ার সেই মুহূর্তগুলোকে খুব মিস করি।