টিপ্পনী

 

খবর: (প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস)

 

প্রশ্ন হলে ফাঁস

যায় আঝোড়া বাঁশ-

কেউ জানে হয়ে গেলো

জাতির সর্বনাশ।

 

কোথায় যাবে জাতি

কী হয় রাতারাতি-

দুষ্ট মানুষ কোথায় যেন

মেরে আছে ঘাতি।

 

ওরা ভেজাল জাল

তোলো পিঠের ছাল

প্রশ্ন বেচে ওরা নাকি

যাচ্ছে হয়ে লাল।

 

Ñআহাদ আলী মোল্লা