সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতির আরো একটি ব্যস্ত দিন
স্টাফ রিপোর্টার: সাহেদুজ্জামান টরিকের গতকালও কেটেছে কর্মব্যস্ত দিন। তিনি সারাদিনই কাটিয়েছেন পিতার হাতে গড়ে যাওয়া মাদরাসা আর পিতার কবরের পাশে। পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে এবারও তিনি দোয়ার আয়োজন করেন। তবে পূর্বের অভিজ্ঞতার কারণে আয়োজনের পরিসর অনেকটাই গুটিয়ে নিয়েছেন।
গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাঁচকমলাপুর কাওমি মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করলে মাদরাসার শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়। এ সময় সাহেদুজ্জামান টরিক সকলের হাতে তসবি তুলে দেন। পরিয়ে দেন টুপি। বাদ জোহর মাদরসা প্রাঙ্গণ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মসজিদের পাশেই সাহেদুজ্জামান টরিকের পিতা হাজি শামসুজ্জোহার কবরস্থান। দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, এলাকার জনপ্রতিনিধিরা অনেকেই শরিক হন। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন সাহেদুজ্জামান টরিকের ছোটভাই শরিফুজ্জামান শরিফসহ বন্ধুমহল।
এদিকে সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে যোগ দেন সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি সাহেদ গ্রুপের এমডি সাহেদুজ্জামান টরিক। প্রেসক্লাবে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে প্রয়োজন নেতৃত্বের বিকাশ এবং প্রসার। আধুনিক বিশ্বে যেসব রাষ্ট্র উন্নয়নের শিখরে অরোহণ করেছে সেসব রাষ্ট্রের ইতিহাসে নেতৃত্বের গুণগত পরিবর্তনটি উজ্জ্বল হয়েছে। তিনি প্রেসক্লাবের দাতা সদস্য। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, সাবেক জেলা শিক্ষা অফিসার মৌসুফা বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. হাজি সেলিম উদ্দিন খান প্রেসক্লাবের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ। টরিক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবগঠিত সাংবাদিক কল্যাণ তহবিলে ৩০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দাতা সদস্য ওয়ায়েচ কুরুনি টিটু, রোকন মালিক, রতন আলী, রানা মালিক, আনোয়ার হোসেন, অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, শাহার আলী, রাজীব হাসান কচি, রফিক রহমান, বিপুল আশরাফ, আব্দুস সালাম, মিজানুল হক মিজান, মাহামুদুল করিম খান সন্টু, অ্যাড. সাগর, ডালিম হোসেনসহ অন্যান্য সুধীবৃন্দ।