গাংনীর পীরতলা থেকে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: ২৫ বোতল ফেনসিডিলসহ সাধু খাঁন (৩৮) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার পীরতলা গ্রামে মাদকবিরোধী এক অভিযানে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের ইমদাদুল খাঁনের ছেলে।

গাংনী থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হোসাইন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কাজিপুর ইউনিয়নের পীরতলা ঘাটপাড়া সড়কে অভিযান চালায়। এ সময় সাধু খাঁন মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পুলিশ তার দেহ তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসআই একরামুল হোসাইন জানিয়েছেন, বিশেষ এক ধরনের জ্যাকেটের ভেতরে পকেট তৈরি করে অভিনব কায়দায় ফেনসিডিলগুলো তার দেহের সাথে রাখা ছিলো। তার নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ আদালতে প্রেরণ করা হবে।