স্টাফ রিপোর্টার: যশোর ঝিকরগাছার লাউজানি এলাকা থেকে রিয়াজুল ইসলাম মিরাজ নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নারাঙ্গালি গ্রামের খালপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। স্কুলছাত্র মিরাজ ঝিকরগাছা লাউজানি গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ২০ নভেম্বর বিকেলে বাইসাইকেলযোগে বাড়ির পাশে খেলতে গেলে অপহরণ করা হয় তাকে।