মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশ শহরের হোটেলবাজার এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় উঠতি বয়সের ৬ যুবককে আটক করে। পরে তাদের অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই দুলু গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলবাজার এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার তপু, সালাহউদ্দিন, রহমান, মিনহাজ, মিলন ও জাহিদকে আটক করে থানায় নেয়। পুলিশ ওই সময় তাদের নিকট থেকে তাস ও জুয়ার বেশ কিছু টাকা উদ্ধার করে। খরব পেয়ে জুয়াড়িদের অভিভাবকরা থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।