মেহেরপুর অফিস: গতকাল শনিবার দুপুরে মেহেরপুর ডিবি পুলিশ পৌরসভার দিঘীরপাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, মেহেরপুর ডিবি পুলিশের এসআই বাবুল আক্তারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পৌরসভার দিঘীরপাড়ার রেজাউল হকের ছেলে ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে থানা পুলিশে দেয়।