গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা গত শুক্রবার শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে জুগিন্দা হাইস্কুলপাড়া, কুচইখালী জুগিন্দা, মদনাডাঙ্গা, জুগিন্দা একতা, জুগিন্দা গাহোটা, গাড়াডোব কাজলা ক্রীড়াচক্র ও রাজা গার্মেন্টস। আগামী শুক্রবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনা পরিচালনা করছেন আব্দুর রাজ্জাক, হাসানুজ্জামান সুইট, কামরুল ইসলাম কামু, রাশিদুল ইসলাম, হারুন, বাবু ও হাসান প্রমুখ।